অস্ট্রেলিয়ায় সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ছিলেন বিধ্বংসী মেজাজে। কিন্তু বিরাট কোহলি বাদে দলের বাকিরা ভালো করতে পারেনি। বিশ্বকাপের ফর্মকেই নিউজিল্যান্ড সিরিজেও টেনে নিয়ে গেছেন সূর্যকুমার যাদব। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ২১৭.৬৪ স্ট্রাইকরেটে অপরাজিত সেঞ্চুরি। ঘটনাবহুল ম্যাচটিতে হ্যাটট্রিকও করেছেন কিউই পেসার টিম সাউদি।


টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা ছিল সতর্ক। ৬ষ্ঠ ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফার্গুসনের বলে রিশভ পন্থের (৬) বিদায়ে। আরেক ওপেনার ইশান কিশান ৩১ বলে ৩৬ রান করেন। তিনে নেমে ঝড় তোলেন সূর্যকুমার। ৩২ বলে ফিফটি পূরণের পর তিনি আরও ভয়ংকর হয়ে ওঠেন। সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৯ বলে। এটা তার ৪১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে করেছিলেন প্রথমটি। ভারতের স্কোরবোর্ড এগিয়ে যাচ্ছিল ঝড়ের গতিতে।
ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে বসেন টিম সাউদি।
কিউই পেসারের করা ২০তম ওভারের তৃতীয় বলে জেমস নিশামের হাতে ধরা পড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১৩)। পরের বলে দিপক হুদার (০) ক্যাচ নেন ফার্গুসন। পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরকে (০) নিশামের তালুবন্দি করে হ্যাটট্রিক পূরণ করেন সাউদি। শেষ পর্যন্ত ৬ উইকটে ১৯১ রান সংগ্রহ করে ভারত। সূর্য অপরাজিত থাকেন ৫১ বলে ১১১* রানে। তার এই টর্নেডো ইনিংসে ছিল ১১টি চার এবং ৭টি ছক্কার মার।
Another day. Another incredible innings from SKY 👏
India finish with 191/6 today, with a lion's share of the runs coming off Suryakumar Yadav's bat 🔥 #NZvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 20, 2022
উল্লেখ্য, এই ম্যাচে ৬৫ রানের পর জয় পেয়েছে সফরকারী ভারত। ভারতের ৬ উইকেটে করা ১৯১ রানের জবাবে ১৮.৫ ওভারে নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ১২৬ রানে। দীপক হুদা মাত্র ১০ রানে নেন ৪ উইকেট।
💯 Second T20I century for SKY
🔥 Deepak Hooda with a four-forA comprehensive win today for India against New Zealand, as they take a 1-0 series lead with one match remaining! #NZvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 20, 2022