সকালের কন্ডিশন কাজে লাগিয়ে বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন বলে ব্যাটসম্যানদের বেসামাল করে বিসিবি সাউথ জোনের বিপক্ষে নিয়ে নেন ৫ উইকেট।


বিসিবি নর্থের এ পেসারের তোপে সাউথ জোন গুটিয়ে যায় ১৯৯ রানে। উত্তর জানা ছিল সাউথ জোনের। অফস্পিনার মিরাজ এগিয়ে আসেন দলের হয়ে। ফাইফারের জবাব দিয়েছেন ফাইফারেই। তার দ্যুতিময় বোলিংয়ে নর্থ জোন অলআউট ১২৭ রানে। ৭২ রানের বিশাল জয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মিরাজ।
বোলিংয়ে ৪২ রানে ৫ উইকেট নেয়ার আগে ব্যাটিংয়ে ২৫ রান করে অবদান রেখেছিলেন এ অলরাউন্ডার। তার অলরাউন্ড পারফরম্যান্সে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের শুরুটা দারুণ হলো সাউথ জোনের। এদিন রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, নাসির হোসেনরা।
নর্থ জোনের অধিনায়ক মাহমুদউল্লাহকে ৮ রানে থামান মিরাজ। এই দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার ৪২ রান করে দলের পরাজয়ের ব্যবধান কমান।
এর আগে সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তৌহিদ হৃদয়। ৭১ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে আসে ৫৪ রান। জাকির হাসান শূন্য, নাঈম ইসলাম ও নাসির হোসেন ৪ রান করে আউট হন। সাইফ উদ্দিন ৮ ওভারে ১ মেডেনে ৩০ রানে পেয়েছেন ৫ উইকেট।