কাতার বিশ্বকাপের প্রথম গোল পেলেন এনার ভ্যালেনসিয়া। ইকুয়েডরের এই তারকা ফুটবলার কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।
খেলার ৩২ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বল পেয়ে হেডে গোল নিশ্চিত করেন ভেলেনসিয়া। তার জোড়া গোলে ২-০তে এগিয়ে যায় ইকুয়েডর। ফাউল করে বসেন কাতারি গোলরক্ষক সাদ আলশিব। তার ফাউলের কারণে প্রতিপক্ষ ইকুয়েডর পেনাল্টি পায়।
খেলার ৫ মিনিটেই গোলের আনন্দে ভাসার উপলক্ষ্য হয় ইকুয়েডরের। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।
মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার গৌরব অর্জন করল কাতার। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।
কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের মুখোমুখি হয় কাতার। এই ম্যাচের মধ্য দিয়ে দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে কাতারের।
অন্যদিকে ইকুয়েডরের এটি চতুর্থ বিশ্বকাপ। অভিজ্ঞতার পাশাপাশি ফিফা র্যাংকিংয়েও কাতারের (৫০) চেয়ে এগিয়ে ইকুয়েডর (৪৪)। তবে আয়োজক হওয়ার সুবাদে এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া কাতার ২০১৯ সালে এশিয়া কাপ জিতে বুঝিয়ে দিয়েছে, এই পর্যায়ে খেলার যোগ্যতা তাদের আছে। তাদের সামনে এখন শঙ্কা ও সম্ভাবনার যুগল হাতছানি।