ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে টানা ৫ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তামিলনাড়ুর ক্রিকেটার নারায়ন জাগদেসান। চলতি বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। শুধু তাই নয় একাই ২৭৭ রান করেও গড়েছেন রেকর্ড।


বিহারের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিলনাড়ু ওপেনার নারায়ান জগদীশান মাত্র ৫ রান করে আউট হন। তবে তার পরে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া ও হরিয়ানার বিরুদ্ধে পরপর চারটি ম্যাচে সেঞ্চুরি করে সাঙ্গাকারাদের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এবার অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়লেন জগদীশান।
আরুণাচলের বিরুদ্ধে জগদীশান ২৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন। ১৪১ বলের ঝোড়ো ইনিংসে তিনি ২৫টি চার ও ১৫টি ছক্কা মারেন। এই ইনিংসের সাথে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানেরও রেকর্ড গড়েছেন জগদীশান। এর আগে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৬৮ রানের। ২০০২ সালে সারের হয়ে গ্লামারগনের বিপক্ষে আলি ব্রাউন করেছিলেন এই রান।
চলতি বিজয় হাজারে এই নিয়ে টানা ৫ ম্যাচে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে গেলেন জগদীশন। ৫০ ওভারের ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড আর কারও নেই। সেই নিরিখে বিরাট ইতিহাস গড়লেন তামিলনাড়ুর ওপেনার। এর আগে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমারা সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার অ্যালভারো পিটারসেন এবং ভারতের দেবদূত পাডিক্কালের দখলে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড ছিল।
এদিন জগদীশানের ব্যাটে ভর করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে তামিলনাড়ুও। ৫০ ওভারে তারা সংগ্রহ করে ২ উইকেটে ৫০৬ রান। যা প্রথম দল হিসেবে ৫০০ রানের রেকর্ড। এর আগের সর্বোচ্চ ছিল ৪৯৮ রান। ইংল্যান্ড এই রান করেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে।
💯💯💯💯💯
N JAGADEESAN SETS A NEW RECORD IN LIST A CRICKET 👏#VijayHazareTrophy pic.twitter.com/UmakuEBBHh
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 21, 2022
N Jagadeesan breaks Ali Brown's 20-year-record to set a new high in List A cricket 😮 #VijayHazareTrophy
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 21, 2022
Tamil Nadu becomes the first team to score 500+ total in men's List-A cricket.
— Kausthub Gudipati (@kaustats) November 21, 2022