ডেভিড ওয়ার্নারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন থেকে আবারো দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি। ২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নার নিষিদ্ধ হয়েছিলেন। এক বছরের বহিস্কারাদেশসহ নেতৃত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার। এক বছর পর আবারো ক্রিকেটে ফিরলেও নেতৃত্বে নিষেধাজ্ঞার দায় থেকে মুক্তি পাননি।


তবে গত ফেব্রুয়ারি থেকে বাঁহাতি এই ওপেনারের নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে দফায় দফায় বৈঠক শেষে সম্প্রতি তার অধিনায়কত্বের সক্ষমতা ফিরিয়ে দেয় সংশ্লিষ্টরা।
পুরো ঘটনা সম্পর্কে ওয়ার্নারের বক্তব্য, ‘আমি অপরাধী নই। এটার জন্য আপনি কোনো না কোনো সময় আপিল করতে চাইবেন। আমি বুঝতে পারছি, বোর্ড যে কাউকেই নিষিদ্ধ করতে পারে। তবে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেয়াটা অবশ্যই অনেক নির্মম।’
মাঝের সময়টা যে খুব কষ্টকর ছিল তা পরিস্কার ওয়ার্নারের কথাতে। বলেন, ‘ব্যাপারটা হতাশার, কেননা এটা সম্পন্ন হতে অনেক সময় লেগেছে। এটা সম্ভবত ফেব্রুয়ারি থেকেই আলোচনা চলছিল। এটা আমার এবং আমার পরিবারের জন্য এবং যারা এর সাথে যুক্ত তাদের জন্য চরম হতাশার ছিল।’