জর্জ উইয়াহ ও টিমোথি উইয়াহ। দুজনই ফুটবলের মানুষ তবে ছেলে টিমোথি বর্তমানে যুক্তরাষ্ট্রের আর বাবা লাইবেরিয়ার সাবেক খেলোয়াড়।


বাবা জর্জ বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট। একসময় তিনি বিশ্বের সেরা ফুটবলাদের তালিকায় ছিলেন। এমনকি তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি এসি মিলানে থাকাকালীন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।

কিংবদন্তি বাবার যোগ্য সন্তান টিমোথি উইয়াহ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের অন্যতম খেলোয়াড়। সোমবার দিবাগত রাত (২২ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলদাতাও তিনি।

এদিকে, টিমোথি উইয়াহ যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে মোট চারটি গোল করছেন। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল করছেন তিনি। অন্যদিকে বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ওয়েলস ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
Crowd pleasers 👏📸#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/2m2zTqf92v
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
The points are shared 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022