কাতারে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হয়েছে এখন থেকে দুই দিন আগে ২০ নভেম্বর। তবে বিশ্বজুড়ে বিশ্বকাপের মাতাল হাওয়া লাগতে শুরু করবে আজ (২২ নভেম্বর) থেকে। কারণ, আজ মাঠে নামবে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা এবং বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
বিশ্বকাপের শিরোপা জেতার মিশনে ‘সি’ গ্রুপের ম্যাচে এশিয়ার দেশ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের ম্যাচে সৌদির বিপক্ষে আজ জিতলেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মেসিদের।
আরব দেশটির বিপক্ষে আজ জিতলেই কিংবা ড্রয়ে শেষ করতে পারলেই সংখ্যাটা পৌঁছে যাবে ৩৭-এ। আন্তর্জাতিক ফুটবলের জন্য যা রেকর্ডই বটে। এখন পর্যন্ত টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে ইতালি। আর্জেন্টিনা আজ জিতলেই ইতালির সঙ্গে সেই শ্রেষ্ঠত্বে ভাগ বসাবে।

আর্জেন্টিনার এই অপরাজিত থাকার রেকর্ড শুরু হয়েছিল ২০১৯ সালের কোপা আমেরিকার মঞ্চ থেকে। ৬ জুলাই, ২০১৯ সালে কোপার মঞ্চে চিলিকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে যে মিশনে নেমেছিল লিওনেল স্কালোনির দল। সেই ধারা এখনও চলছে।
If Argentina doesn’t lose vs Saudi Arabia, they will make history! 🥶
🥇 🇮🇹 37 games (2018-21)
🥈 🇦🇷 36 games (2019-)
🥉 🇪🇸 35 games (2007-09)
🥉 🇧🇷 35 games (1993-96)
🥉 🇩🇿 35 games (2018-22) pic.twitter.com/Ibm8iSWcj5— SportsZone24 (@Sportszone24bd) November 22, 2022