বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর খুশিতে মেতেছে গোটা সৌদি আরব। গ্রুপ লিগের প্রথম ম্যাচে সৌদি আরব ২-১ গোলে হারায় ফুটবল বিশ্বের সুপার পাওয়ার আর্জেন্টিনাকে। সৌদির এই ঐতিহাসিক জয় নিয়ে গোটা বিশ্ব উচ্ছ্বসিত।


রাজধানী রিয়াদের রাস্তায় আনন্দে আত্মহারা মানুষ রাস্তায় রীতিমত মিছিল, বিজয় উতসব করছেন। এই প্রথম বিশ্বকাপে কোনও দক্ষিণ আমেরিকার দেশকে হারালো সৌদি।
এদিকে সৌদি আরবের রাজা কিং সলোমন এই খুশিতে আগামিকাল, বুধবার গোটা দেশে জাতীয় ছুটি ঘোষণা করলেন। যাতে কাল সারাটি দিন মানুষ মেসিদের হারানোর আনন্দ-উতসবটা নিজেদের মত করে করতে পারেন। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আল আরাবিয়া।
মেসিদের হারানোয় সৌদির ফুটবলার-কোচদের মোটা টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করতে চলেছেন দেশটির রাজা।