বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। এরই মধ্যে মাঠে গড়িয়েছে আটটি ম্যাচ। ঘটনা অঘটনের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন হয়ে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরাজয়। সৌদি আরবের কাছে হেরে গেছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার এই পরাজয়ে হতভম্ব গোটা ফুটবল দুনিয়া। সেই দুঃখের রেশ এসেছে বাংলাদেশেও। সাধারণ জনতা থেকে শুরু করে সেলিব্রিটি, বাদ যায়নি কেউই। আর্জেন্টিনার এই পরাজয় নাড়া দিয়েছে সকলকেই।
আর্জেন্টাইন ভক্তদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন অনেক ব্রাজিল সমর্থক। এবার সেই তালিকায় যুক্ত হলেন হালের জনপ্রিয় তারকা শরিফুল রাজ ও পরীমনি দম্পতি।
পরীমনি আর্জেন্টিনার সমর্থক। সাধারণ ভাবেই সৌদি আরবের সাথে তার প্রিয় দলের পরাজয় পীড়া দিয়েছে এই তারকাকেও।
অপরদিকে নিজে ব্রাজিল সমর্থক হওয়া স্বত্বেও এবার তার দুঃখ কিছুটা হলেও ঘুচানোর চেষ্টা করেছেন তার স্বামী শরিফুল রাজ।
আর্জেন্টিনার জার্সি পরা তাঁর একটি স্থিরচিত্র পরীমনি তাঁর ফেসবুকে পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, “উনি ব্রাজিল সাপোর্টার, মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনার পরে ফেলছে। কেমনডা লাগে!”