বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্ৰুপ সি এর ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে লিওনেল স্কালোনির দল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আরও তিনবার বল জালে জড়ায় আলবেসিলেস্তেরা। যদিও তিনটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুর আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আর্জেন্টিনা শিবির। দুইবার গোল হজম করেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
সালিম আল দাওসারির গোলে সৌদি আরব এগিয়ে গেলে উল্লাসে মাতে মধ্যপ্রাচ্যের দেশটির খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা।
সবাই যখন উল্লাসে মত্ত, তখন আল বুলাইহি দৌড়ে চলে যান মেসির কাছে। আর্জেন্টাইন তারকার পিঠ চাপড়ে দিয়ে তার মনোযোগ আকর্ষণ করেন এই সৌদি তারকা।
মেসিকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় বুলাইহিকে। তাদের মধ্যকার সংলাপ শুনতে পেয়ে দৌড়ে আসেন আর্জেন্টিনার দুই ফুটবলার লাউটারো মার্টিনেজ ও পাপু গোমেজ।
KKKKKKKKKKKKKKKKKKKKKKKK ISSO AQUI pic.twitter.com/j3Sonbv65u
— TWITTEIRO ARARENSE (@leonardomed) November 22, 2022
ম্যাচ শেষে বুলাইহি জানান মেসিকে তিনি কি বলেছিলেন। মেসির পিঠ চাপড়ে দিয়ে এই সৌদি তারকা বলেছিলেন, “তোমরা আজ জিতবে না, তোমরা আজ কোনভাবেই জিততে পারবে না।”