আগামী ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ভারক ওয়ানডে সিরিজ। তার কদিন আগেই ঢাকায় আসবেন রোহিতরা। কিন্তু ঠিক আগ মুহুর্তে এসে বড় দুঃসংবাদ পেলো ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকেই গেলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।


জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক খবরে এই তথ্য নিশ্চিত করেছে। জাদেজার হাঁটুর চোট এখনও সারেনি। ফলে তাঁকে এক দিনের সিরিজ়ে পাওয়া যাবে না। তার বদলি হিসেবে দেখা যেতে পারে শাহবাজ আহমেদকে।
শুধু ওয়ানডে সিরিজ নয় টেস্ট সিরিজ়ে পাওয়া যাবে কি না, তাও নিশ্চিত নয়। টেস্টে তিনি খেলতে না পারলে উত্তর প্রদেশের স্পিনার সৌরভ কুমারকে দলে ডাকা হতে পারে।
এই সপ্তাহের শেষে ভারত ‘এ’ দল ঘোষণা করা হবে। সেই দল বাংলাদেশ যাবে খেলতে। সেই দলের সঙ্গেই ঘোষণা করে দেওয়া হতে পারে জাদেজার বদলি। ভারতের ‘এ’ দল বাংলাদেশে গিয়ে লাল বলের সিরিজ় খেলবে। রোহিতের দল বাংলাদেশে প্রথমে এক দিনের সিরিজ় এবং পরে টেস্ট সিরিজ় খেলবে। এক দিনের সিরিজ় হবে ৪, ৭ এবং ১০ ডিসেম্বর। টেস্ট সিরিজ় শুরু ১৪ ডিসেম্বর থেকে।