ফেবারিটের তকমা লাগিয়ে কাতার বিশ্বকাপ খেলতে আসা স্পেন বিশ্বকাপ শুরুও করলো ফেবারিটের মতো। কাতার বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে সুযোগ পাওয়া কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন।


আল থুমামা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে রেকর্ডও গড়েছে স্পেন। ৭ গোলের এই জয় বিশ্বকাপের ইতিহাসে স্পেনের এটি সবচেয়ে বড় জয়।
স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, অ্যাসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি।