বিশ্বমঞ্চে বরাবরই ফেভারিট ব্রাজিল। হেক্সা মিশনে দোহায় পাড়ি জমিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হচ্ছে নেইমারদের হেক্সা মিশন। এদিন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। তাই কাতার বিশ্বকাপে কিছুটা বাড়তি চাপ তো কোচ তিতের শিষ্যদের ওপর থাকছেই।


ব্রাজিল কোচ তিতেও সেই চাপের কথা স্বীকার করলেন। তার মতে, চাপ থাকবেই। ব্রাজিলের ফুটবল ইতিহাস অন্যদের চেয়ে বড়। তাই তাদের ওপর চাপ থাকাই স্বাভাবিক।
তিতে জানালেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বের সবচেয়ে বড় মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেন। এটাকে আমরা স্বাভাবিকভাবে নেই। বিশ্বকাপ জেতাই আমাদের স্বপ্ন। তাই চাপ অনিবার্য।’
সার্বিয়ার বিপক্ষে একাদশ প্রসঙ্গে ব্রাজিলের এ কোচ জানান, ‘আমাদের তিনটি মডেল আছে। আমরা প্রতিপক্ষ বুঝে দল সাজাব। খেলোয়াড়দের সবাই সেটা জানে এবং বোঝে। কোচ হিসেবে আমাকে শুধু প্রতিটা খেলোয়াড় থেকে সেরাটা বের করে আনতে হবে।’
🚨Globo:
Confirmed Brazil XI for Thursday. pic.twitter.com/fRXSF4RcK0
— Brasil Football 🇧🇷 (@BrasilEdition) November 22, 2022