কাতার বিশ্বকাপের মুহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশন এবং টি স্পোর্টসসহ আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যাশার পারদটা ছিলো বেশ উঁচুতে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপে আসে আলবেসিলেস্তেরা।
যদিও মূল পর্বের প্রথম ম্যাচেই নাকানি-চুবানি খেয়েছে লিওনেল মেসিরা। সৌদি আরবের কাছে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা।
একই দিনে অনুষ্ঠিত হওয়া গ্ৰুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মেক্সিকো এবং পোল্যান্ড। আজ সৌদি আরবের বিপক্ষে লড়বে পোলিশরা।
পয়েন্ট টেবিলের দিকে তাকালে আজকের ম্যাচে জয়ভিন্ন যেকোন কিছুই আর্জেন্টিনার শেষ ষোলোয় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কমিয়ে দেবে।
সি গ্ৰুপে ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে সৌদি আরব। পোল্যান্ড এবং মেক্সিকোর সংগ্রহ সমান ১ পয়েন্ট। আর আর্জেন্টিনার ঝুলিতে এখনো কোন পয়েন্ট যুক্ত হয়নি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটাই ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে হারলে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া একরকম নিশ্চিত হয়ে যাবে।
বাঁচা-মরার এই ম্যাচে কেমন করবে মেসিবাহিনী। বুক চিতিয়ে লড়াই করে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখবে শেষ ষোলোয় উত্তীর্ণ হওয়ার আশা নাকি আরও একটি স্বপ্নভঙ্গের বেদনায় নীল হবে আকাশী-সাদা শিবিরসহ গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলবেসিলেস্তে ভক্ত-সমর্থক গোষ্ঠী! জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষে হওয়া পর্যন্ত।