সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই মারাত্মক চোট পেয়ে ছিটকে যান নেইমার। প্রতিপক্ষের ফাউলের শিকার হয়ে তার গোড়ালি মচকে যায়। এর পরও ১৩ মিনিট তিনি মাঠে ছিলেন। পরে কোচ তিতে নেইমারকে তুলে নেন। এখন চারদিকে প্রশ্ন একটাই, নেইমার কি বিশ্বকাপে আর খেলতে পারবেন? পারলেও সেটা কবে? দ্বিতীয় প্রশ্নটির জবাব না মিললেও প্রথমটির মিলেছে।


নেইমারের সতীর্থ মারকুইনহোস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এই সময়টা তার (নেইমার) জন্য খুবই কঠিন একটা সময়। সে খুবই কষ্ট পেয়েছিল। আমি মনে করি, এটা স্বাভাবিক, কারণ সে কতটা স্বপ্ন দেখেছিল! এখন পরীক্ষা-নিরীক্ষা আর চিকিৎসা শেষে তার ফিজিওথেরাপি চলছে। প্রতিদিনই দেখছি, সে আমাদের সঙ্গে মাঠে ফেরার জন্য কতটা উদগ্রীব হয়ে আছে।’
তাহলে নেইমার কবে মাঠে ফিরবেন? জবাবে মারকুইনহোস বলেছেন, ‘আমরা জানি না কবে, তবে আশা করি যত দ্রুত সম্ভব।’
এদিকে ব্রাজিলের গণমাধ্যমের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক মিডিয়া দাবি করছে, নেইমার নক আউট পর্বেই ফিরতে পারবেন। এমনকি সব ঠিক থাকলে ক্যামেরুনের বিপক্ষে আগামী দুই ডিসেম্বর ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচেও তাকে দেখা যেতে পারে।