কাতার বিশ্বকাপ ২০২২ এ গ্ৰুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় উত্তীর্ণ হতে এই ম্যাচের ফল নিজেদের পক্ষে আসতে হবে লিওনেল মেসিদের।
এবারের কাতার বিশ্বকাপে যেরকম আশা নিয়ে এসেছিলো আর্জেন্টিনা, প্রথম ম্যাচেই দেখেছিলো তারা মুদ্রার উল্টো পিঠ। খর্ব শক্তির সৌদি আরবের কাছে দুর্ভাগ্যবশত হেরেই যায় আলবেসিলেস্তেরা। কঠিন হয় দলটির পরবর্তী রাউন্ডে পৌঁছানোর সমীকরণও।
যদিও পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্ত নিজেদের ম্যাচে পোল্যান্ড জয় তুলে নেওয়ায় আবারও ঘোলাটে হয় মেসিদের শেষ ষোলোর পথ।
আজকের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনার। যদিও ড্র করলেও কাগজে কলমে টিকে থাকবে দলটির নকআউটে যাওয়ার সম্ভাবনা। তবে তাকিয়ে থাকতে হবে একই সময়ে অনুষ্ঠিত হওয়া অপর ম্যাচের দিকে।
যে কারণে এই ম্যাচে জিততেই হবে আলবেসিলেস্তেদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
টিম নিউজ
পোল্যান্ড
সৌদি আরবের বিপক্ষে যে একাদশ নিয়ে নেমেছিলো পোল্যান্ড, আর্জেন্টিনার বিপক্ষে সেই একই একাদশ নিয়ে নামতে পারে দলটি।
পোল্যান্ডের সম্ভাব্য একাদশ
চেজনি, ক্যাশ, গ্লিক, কিউইওর, বেরেজিন্সকি, জিয়েলিন্সকি, বেইলিক, ক্রিচোউইয়াক, ফ্রানকৌসকি, মিলিক, লেভানদোস্কি।
আর্জেন্টিনা
অসুস্থতাজনিত কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন আর্জেন্টাইন রক্ষণের সেনানী লিসান্দ্রো মার্টিনেজ। তার পরিবর্তে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান রোমেরোকে।
আর্জেন্টিনার দুই ফুলব্যাক পজিশনেই আসতে পারে পরিবর্তন। রাইটব্যাকে ফয়েথ, মোলিনা বা মনটিয়েলের যে কেউ জায়গা করে নিতে পারে মূল একাদশে।
এছাড়া আগের দিন মিডফিল্ডে আলো ছড়ানো এনজো ফার্নান্দেজের সম্ভাবনা আছে ম্যাচের শুরু থেকে মাঠে নামার। সে নামলে বাদ পড়বেন আরেক তারকা আলেক্সিস ম্যাক এলিস্টার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
মার্টিনেজ, মনটিয়েল, রোমেরো, ওটামেন্ডি, আকুনা, ডি পল, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, মেসি, ডি মারিয়া, লাউটারো মার্টিনেজ।
স্পোর্টসজোন পাওয়ার প্রেডিকশন
পোল্যান্ড ০-৩ আর্জেন্টিনা