আজ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে স্বাগতিক পাকিস্তান। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে ইংলিশরা। আর মাঠেই নেমেই দ্রুত রান তোলার রেকর্ড গড়েছে ইংলিশরা।


আজ রাউয়ালপিন্ডিতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নাসিম শাহর প্রথম ওভারেই ১৪ রান তোলেন জ্যাক ক্রাউলি। গড়েন এই দশকে ইংল্যান্ডের হয়ে প্রথম ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড।
পাকিস্তানের ব্যাটিং স্বর্গের উইকেটে এরপর ধারাবাহিকতা বজায় রাখে ক্রাউলি ও বেন ডাকেট। ঝড়ো ব্যাটিংয়ে দুজনে দলীয় শতক পূরণ করেন মাত্র ১৩.৪ ওভারে। এতেই রেকর্ড গড়ে ইংলিশরা।
টেস্টে শুরুর ইনিংসে সবচেয়ে দ্রুততম শতরানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের। টাইগাররা ২০১০ সালে ঢাকায় ১৪.২ ওভারে শতরানের জুটি গড়েছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশরা সেই রেকর্ড ভাঙলো পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে।
তবে সব ইনিংস মিলিয়ে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, আর বাংলাদেশেরটি ছিল তৃতীয়।
এদিকে, এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত প্রথম সেশনে লাঞ্চ বিরতির আগে ইংল্যান্ডরা বিনা উইকেটে সংগ্রহ করেছে ১৭৪ রান।
Fastest 100 at the start of a Test match:
13.4 overs – England🏴 v PAK at Rawalpindi, today
14.2 overs – Bangladesh🇧🇩 v ENG at Dhaka, 2010#PAKvENG— Kausthub Gudipati (@kaustats) December 1, 2022
What a start! 🔥https://t.co/TxWLPCYr0a | #PAKvENG pic.twitter.com/hqFrcaONfY
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 1, 2022