১৭ বছরে প্রথম টেস্ট খেলতে পাকিস্তানে এসেছে ইংল্যান্ড। আর প্রথম টেস্টের প্রথম দিন খেলতে নেমেই গড়লো ইতিহাস। কোনও টেস্ট দল প্রথম দিনে যা করতে পারেনি, সেটাই করেছে তারা।


১৯১০ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন অস্ট্রেলিয়া করেছিল ৪৯৪ রান। সেটাকে পেছনে ফেলে পাঁচশ অতিক্রম করে বৃহস্পতিবারের খেলা শেষ করেছে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
506 runs in just 75 overs 🤯#PAKvENG pic.twitter.com/bpw9StVpbR
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 1, 2022
দিন শেষে রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৫০৪ রান। এর আগে কোনও দল প্রথম দিনে পাঁচশ রান করতে পারেনি। প্রথমবার শুরুর দিনেই হলো এক ইনিংসে চার সেঞ্চুরি। জ্যাক ক্রলি ৮৬ বলে যৌথভাবে ইংল্যান্ডের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেন, হ্যারি ব্রুক পরে তাকে ছাপিয়ে যান ৮০ বলে শতক ছুঁয়ে এখন তৃতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক। জ্যাক ক্রলি ও ওলি পোপ তাদের তৃতীয় সেঞ্চুরির ধেখা পেয়েছেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জাহিদ মাহমুদ। অভিষেকে ২৩ ওভার বল করে ১৬০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অনভিজ্ঞ বোলিং বিভাগের ভোগান্তির দিনে কেবল মোহাম্মদ আলী ওভারপ্রতি ছয় রানের কম দিয়েছেন।
টস হেরে বোলিং করতে নামা পাকিস্তান এদিন টেস্ট ক্যাপ দেয় আরও দুজনকে- সৌদ শাকিল ও হারিস রউফ।
সকালের সেশনে ইংল্যান্ড করে ১৭৪ রান। দুপুরের সেশনে আসে ১৫৮ রান এবং বিকেলের সেশনে আরও ১৭৪ রান। শেষ সেশনের রানটি এসেছে মাত্র ২১ ওভারে।
বোলারদের জন্য নিষ্প্রাণ উইকেটে ক্রলি ও বেন ডাকেট ১৩.৫ ওভারেই শতরান তুলে ফেলেন। ডাকেট ১০৭ রানে ফিরলে ভাঙে ২৩৩ রানের উদ্বোধনী জুটি। ১২২ রান ক্রলি পরের ওভারেই ফিরে যান। জো রুট আগ্রাসী খেলতে গিয়ে থামেন ২৩ রান করে। পরে পোপ ১০৮ রানে থামলে ব্রুক ইংল্যান্ডের জার্সিতে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেন। আলোকস্বল্পতায় দিনের সমাপ্তি ঘোষণার আগে ব্রুক ৮১ বলে ১৪ চার ও ২ ছয়ে ১০১ রানে অপরাজিত। স্টোকসও খেলেছেন আগ্রাসী ইনিংস, ১৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক।
Did you see that coming? 🤯#PAKvENG pic.twitter.com/kN3LjXZwGy
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 1, 2022
রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে হলো যত রেকর্ড
* টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রান (৫০৬)
* প্রথমবার কোন টেস্টের প্রথম দিনে হলো চারটি সেঞ্চুরি।
* টেস্ট ম্যাচে ওপেনিং সেশনে সর্বোচ্চ রান (১৭৪)।
* টেস্ট ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির জুটি।
* ইংল্যান্ড ওপেনারের দ্রুততম টেস্ট শতক (জ্যাক ক্রলি, ৮৬ বলে)।
* ইংল্যান্ডের পক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি (হ্যারি ব্রুক, ৮০ বল)।