বাংলাদেশে ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনে বিভক্ত। দুই তারকা মেসি ও নেইমারে বুঁদ হয়ে থাকেন। লাতিন আমেরিকার এই দুই দেশের ফুটবল সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। কাতার বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশি ভক্তদের জন্য দারুণ উপহার দিলো আর্জেন্টিনা।


বাংলাদেশিদের এই সমর্থনকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের উদযাপনের ছবি পোস্ট করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার থেকে থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনাে জার্সি গায়ে, পতাকা নিয়ে উল্লাস।
ছবি পোস্ট করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন টুইটারে লিখেছে, ‘আমাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ, তারা আমাদেরই মতোই পাগল সমর্থক।’
এমন ভার্চুয়াল উপহারে দারুণ খুশি বাংলাদেশী মেসিভক্তরা। অনেকেই ওই পোস্টের নিচে মন্তব্য করে আর্জেন্টনাকে ধন্যবাদ জানিয়েছেন।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশে মেসির গোল উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
🇦🇷🤜🤛🇧🇩
¡¡Gracias por el apoyo a nuestro equipo!! 🙌 💙
¡Están re locos como nosotros! 🤣 pic.twitter.com/D5zOvkAfqs
— Selección Argentina 🇦🇷 (@Argentina) December 1, 2022