কাতার বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রথম ম্যাচ থেকেই যে বিতর্কের শুরু সেটি চলমান গ্রুপের শেষ দিকে এসেও। এবার এমনই এক বিতর্কিত সিদ্ধান্ত দেখলো স্পেন-জাপান ম্যাচ।


ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই দানের গোলে সমতায় ফেরে জাপান। এর ঠিক ২ মিনিটের মাথায় মিতোমার ক্রস থেকে গোল করেন তানাকা। কিন্তু মিতোমা বলটি ক্রস দেওয়ার আগে সেটি গোল লাইন অতিক্রম করে বাইরে গিয়েছিল কিনা সেটি দেখতে রেফারি ভিএআর এর সহায়তা নেয়। যেখানে খালি চোখে বলটি বাইরে গেছে দেখালেও রেফারি এটিকে বৈধ বলে ঘোষণা দেয় ফলে জাপানও পায় ২-১ গোলের লিড।