স্পেন, জার্মানির মত দুই বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে এক গ্রুপে পড়েও ভরকে যায়নি তারা। নিজেদেরকে প্রমাণ করেই প্রথম জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এবার গ্রুপের শেষ ম্যাচে স্পেনকেও একই ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নক আউট রাউন্ডে জায়গা করে নিল ব্লু সামুরাইরা।


এদিন ৫ মিনিটে স্পেনের জালে দুই গোল দেয় জাপান।প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল জাপান। আর বিরতির পর ৪৮ মিনিটে স্পেনের জালে জাপানের গোল। ১-১ গোলে ম্যাচে সমতা। প্রথম গোলের ৫ মিনিট না যেতেই আবার গোল দেয় জাপান। ২-১ গোলে এগিয়ে জাপান।
শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধানে জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে চলে গেল জাপানিরা।