২০২৩ আইপিএল শুরুর আগে চলতি ডিসেম্বর মাসে হবে নিলাম। সেই নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন মোট ৯৯১ জন ক্রিকেটারের। তার মধ্যে ৭১৪ জন ভারতীয় ও ২৭৭ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এই বিদেশীর তালিকায় আছে ৬ জন বাংলাদেশী ক্রিকেটারও।


আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্রাফটে নাম লেখানো কোন দেশের কতজন ক্রিকেটার তার একটি তালিকা প্রকাশ করেছে আইপিএল কতৃপক্ষ। এবারের নিলামে ক্রিকেটারদের ন্যূনতম দাম সব থেকে বেশি ২ কোটি টাকা। তবে সর্বোচ্চ মূল্যে থাকবেনা কোন ভারতীয় ক্রিকেটার।
এর আগের আসরগুলোতে সর্বোচ্চ দামী ২ কোটি রুপির ক্যাটাগরিতে সাকিবের নাম থাকলেও এবার নেই। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে তথ্য দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে নিলাম উঠবেন সাকিব আল হাসান সহ ১০ জন ক্রিকেটার। গত নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু তিনি অবিক্রিত থেকে যান। এবার তার নিলাম শুরু হবে দেড় কোটি ভিত্তিমূল্যে। এই তালিকায় আরও আছেন শন অ্যাবট, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, উইল জ্যাকস, দাভিদ মালান, জেসন রয়ের মতো খেলোয়াড়।
এবারের আসরে সাকিবের সঙ্গে সমান ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের বাকি ৫ ক্রিকেটার- নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম।
এদিকে এরইমধ্যে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। গত ফেব্রুয়ারিতে নিলামে এই বাঁহাতি পেসারকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি।
এবারের আইপিএলে বাংলাদেশ ছাড়াও নাম লিখিয়েছে ১৩ দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ৫৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছে অস্ট্রেলিয়ার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন আছে দক্ষিণ আফ্রিকার।
এ বারের নিলামে সব থেকে বেশি ৮৭ জন ক্রিকেটারকে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার কেনা যাবে। ২৩ ডিসেম্বর কেরলের কোচিতে হবে আইপিএলের নিলাম।