বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো নারী রেফারি ম্যাচ পরিচালনা করতে নেমে ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার জার্মানি এবং কোস্টারিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনার জন্য বাঁশি হাতে নিয়েছেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। তার সঙ্গী বাকি সহকারী রেফারিও নারী। তারা হলেন ব্রাজিলের নেউজা ইনেস ও মেক্সিকোর কারেন দিয়াজ।


বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় দোহার আল বাইত স্টেডিয়ামে শুরু হয় জার্মানি এবং কোস্টারিকা ম্যাচটি। ‘ই’ গ্রুপের এই ম্যাচে কোস্টারিকার ৪-২ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। আর এই ম্যাচেই ইতিহাস গড়েন ফ্রাপার্ট।
জার্মানি-কোস্টারিকার ম্যাচের বাঁশি বাজানোর আগে ৩৮ বছর বয়সী স্টেফানি ফ্রাপার্ট ইতিহাস গড়েছিলেন পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্বকাপ বাছাই ও লিগ-১ এর খেলা পরিচালনা করে। তবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা হচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঘটনা।