ততক্ষণে শেষ হয়ে গেছে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ম্যাচ। নিজেদের কাজ তারা এখানে করেছেন ঠিকঠাক। তবুও ঝুলে আছে তাদের বিশ্বকাপ ভাগ্য। অন্য ম্যাচে যে তখনও লড়ছে উরুগুয়ে-ঘানা।


ওই ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে এগিয়ে ছিল। লুইস সুয়ারেসরা আরেকটি গোল করলেই বাড়ির পথ ধরতে হবে দক্ষিণ কোরিয়াকে।
The moment South Korea found out 🎉 pic.twitter.com/8klkFsK4DP
— B/R Football (@brfootball) December 2, 2022
ওই সময় কিছুতেই যেন কাটছিল না দেশটির ফুটবলারদের। মাঠেই ফোনে উরুগুয়ের ম্যাচ দেখতে শুরু করেন তারা। শেষ অবধি বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছানোর খবর পান কোরিয়ার ফুটবলাররা।
ম্যাচের পর ওই মুহূর্তগুলোর কথাই শোনাচ্ছিলেন হিউং মিন সন। টটেনহ্যামের এই ফরোয়ার্ড বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ছয় মিনিট। ’
দেখুন ভিডিওটি-
Congratulations #SouthKorea 🇰🇷👏🏻👏🏻 It's a big victory ❤️pic.twitter.com/jKMOxCNDgP
— RIHAB⁷ 👩🏻🚀💙 (@rihab_jd) December 2, 2022
পর্তুগাল ম্যাচ নিয়ে সন বলেছেন, ‘আমার মনে হয় আমরা ভালো ফল পেয়েছি ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর কল্যাণে। তারা ত্যাগ করেছে ও এক ধাপ এগিয়ে এসেছে। আমি ভেবেছিলাম সবাই এটা পারবে। কিন্তু তারা আমার ভাবনার চেয়েও ভালো করেছে। ’
ম্যাচের পর কাঁদতেও দেখা যায় সনকে। এশিয়ার সবচেয়ে বড় তারকার কান্নার ছবি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Son Heung-min broke down in tears after South Korea's victory ❤️ pic.twitter.com/SsTwaKKvDQ
— GOAL (@goal) December 2, 2022
South Korea fans and players had to wait in the stadium and watch from their phones as the final minutes of Uruguay-Ghana played out 🇰🇷
Watch the reaction after South Korea finally clinched its spot in the knockout stage ⬇️🎉 pic.twitter.com/nY8WTnfbuG
— FOX Soccer (@FOXSoccer) December 2, 2022