শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্ৰুপ পর্বের লড়াই। ইতিমধ্যেই চুড়ান্ত হয়েছে নক আউট পর্বের সেরা ১৬ দল। গ্ৰুপ পর্বের খেলার রেশ কাটতে না কাটতেই এবার শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিন তথা শেষ ষোলোর লড়াই।
নক আউট পর্বের খেলা শুরু হওয়ার প্রথম দিনেই মাঠে গড়াবে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে বেলজিয়াম-যুক্তরাষ্ট্র মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা।
‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। কাতারের আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসে বিস্ময়করভাবে প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বসে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচ তাদের জন্য হয়ে যায় বাঁচা-মরার লড়াই।
সেখানে মেক্সিকোকে ২-০, এরপর পোল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলোয় জায়গা করে নেয় দুবারের চ্যাম্পিয়নরা।
অপরদিকে অস্ট্রেলিয়ার জন্য শুরুটা ছিল বাজে। প্রথম ম্যাচে তারা ৪-১ গোলে হেরে বসে ফ্রান্সের কাছে। তবে তিউনিসিয়াকে ১-০ ও ডেনমার্ককেও একই ব্যবধানে হারিয়ে পরের ধাপে ওঠে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কখনও বিশ্বকাপে খেলেনি আর্জেন্টিনা। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে আছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরাই। দুই দলের ৭ বারের দেখায় পাঁচ ম্যাচেই জয় তাদের। একটি জিতেছে অস্ট্রেলিয়া, আরেকটি ড্র।
সবকিছু বিবেচনায় আজকের ম্যাচটি বেশ উত্তেজনা ছড়ানোর আভাস দিচ্ছে। মাঠের লড়াইয়ের বাইরে জমে উঠেছে মাঠের বাইরের কথার লড়াইও।
অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জয়ের ব্যাপারে আশাবাদী তার দল। এক সাক্ষাৎকারে সকারু বস জানান, “আর্জেন্টিনার বিপক্ষে অবশ্যই আমরাই জিতবো। গত বছরের অলিম্পিকে আমি আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিলাম এবং সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিলাম।”
টিম নিউজ
আর্জেন্টিনা
পোল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ের ম্যাচের একাদশ নিয়ে হয়তো মাঠে নামা হবে না আর্জেন্টিনার। আগের ম্যাচে আগেভাগেই বদলি হওয়া ডি মারিয়ার মূল একাদশে থাকা নিয়ে রয়েছে শঙ্কা।
এই উইঙ্গারের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন লাউটারো মার্টিনেজ বা আনহেল কোরেয়া।
আর্জেন্টিনার সম্ভাব্য সেরা একাদশ
এমি মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউটারো মার্টিনেজ।
অস্ট্রেলিয়া
এশিয়ান জায়ান্টদের দিলেও আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে খেলা রাইটব্যাক পজিশনে মিলোস ড্যাগেনেকের পরিবর্তে জায়গা পেতে পারেন ন্যথানিয়েল এটকিনসেন অথবা ফ্রান কারাসিচ।
সকারুদের মিডফিল্ড পজিশনেও দেখা যেতে পারে একটি পরিবর্তন। গত ম্যাচে হাফটাইমে বদলি হিসেবে মাঠ ছাড়া ক্রেইগ গুডউইনের জায়গায় এবার মূল একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন আরন মুই।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য সেরা একাদশ
রায়ান, কারাসিচ, সৌটার, রৌয়েলস, বেহিচ, মুই, লেকি, আরভিন, ম্যাকগ্রি, গুডউইন, ডিউক।
বিশ্বকাপের বর্তমান পর্যায়ে এসে আর পা হরকানোর সুযোগ নেই কোন দলেরই। এবার হারলে আর ফিরে আসার সুযোগ থাকবে না কোন দলেরই। যেকোন ম্যাচে ঘটতে পারে যেকোন ফলই। তাই বেশ সতর্কতার সাথেই মাঠে নামবে অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা দুই দলই, সে কথা আর বলার অপেক্ষাও রাখে না।
স্পোর্টসজোন পাওয়ার প্রেডিকশন
আর্জেন্টিনা ৩-০ অস্ট্রেলিয়া