আগামীকাল থেকে ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে মোহাম্মদ শামি চোট পেয়ে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়ায় কপাল খুললো উমরান মালিকের। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে নজরকাড়া বোলিংয়ের পুরস্কার পেলেন জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার।


প্রাথমিকভাবে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত না হলেও বদলি ক্রিকেটার হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ঢুকে পড়েছেন ২৩ বছর বয়সী উমরান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফিরে ট্রেনিংয়ের সময় কাঁধে চোট পেয়ে বসেন শামি। ফলে জাতীয় দলের সঙ্গে বাংলাদেশে আসতে পারেননি। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই জানিয়েছে, শামি ছিটকে গেছেন, তার বদলে ডাকা হয়েছে উমরান মালিককে।
এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের স্কোয়াডে বদল করতে হলো ভারতকে। এর আগে রবীন্দ্র জাদেজা ও যশ দয়ালের পরিবর্তে শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনকে বদলি নেন নির্বাচকরা।
ওয়ানডে সিরিজে ভারতের পরিবর্তিত স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।