বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিয়মিত আইপিএলে খেলেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। গত আসরে আবার দল পাননি সাকিবও। আর কারো ব্যাপারে আগ্রহ দেখায় না সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরের দলগুলো। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের দল পাওয়া উচিত।


আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে আইপিএল নিলামে বাংলাদেশিদের দল পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘আমি আশা করি… ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’
সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও মনে করেন রোহিত, ‘ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’
এবার আইপিএলের নিলামে আছেন ছয়জন বাংলাদেশি। জানা গেছে, সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মোস্তাফিজকে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে।