মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর আগে বল করতে নেমে মাত্র ৯২ রানেই ভারতের টপ অর্ডারের চার উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। আর এইসময় আরো একটি উইকেট নেওয়ার সুযোগ আসলেই ক্যাচ মিস করেন ইবাদত হোসেন।


ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ক্যাচ ইবাদত হোসেন মিস করেন। ম্যাচের ২৭.২ ওভারে মিরাজের বলে লং অফে উড়িয়ে মারেন ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের সামনে সুযোগ ছিল আরও একটি উইকেট তুলে নেওয়ার। কিন্তু ভুল করে বসেন ইবাদত। ফেলে দেন ক্যাচ। ১২ রানে জীবন পেলেন ওয়াশিংটন।