মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে বল দুর্দান্ত সাকিব পেয়েছেন ফাইফার।


ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারর আরেকবার একই ওভারে জোড়া আঘাত হানলেন সাকিব আল হাসান। শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে ফেরান বাংলাদেশের স্পিনার।
এর আগে ১১তম ওভারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাঠছাড়া করেন তিনি। মাঝে ওয়াশিংটন সুন্দরের উইকেটটিও নিয়েছেন বাঁহাতি স্পিনার। ভারতের বিপক্ষে কোনও বাংলাদেশি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের দেখা পেলেন তিনি।
এখন পর্যন্ত করা ৭ ওভারে মাত্র ২৩ রান দিয়ে সাকিব এক মেডেনসহ নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশ একাদশঃ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।
ভারত একাদশ
রোহিত, ধাওয়ান, কোহলি, আইয়ার, রাহুল, ওয়াশিংটন, শাহবাজ আহমেদ, শার্দুল, দিপক, সিরাজ, কুলদীপ।