ওয়ানডে দলে ফিরেই ঘূর্ণি জাদু দেখালেন সাকিব আল হাসান। গতিতে ঝড় তুললেন এবাদত হোসেনও। এই যুগলের দুর্দান্ত বোলিংয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।


মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ১৮৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ সিরিজ জিতে লিড নিতে টাইগারদের দরকার মাত্র ১৮৭ রান।
বাংলাদেশের পক্ষে সাকিব ৫টি ও ইবাদত হোসেন নেন চারটি উইকেট।
Shakib and Ebadot run through India, Bangladesh need 187 for a dominant opening win #BANvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 4, 2022
KL Rahul – the sole standout performer for India with the bat #BANvIND
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 4, 2022