ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপপর্ব থেকে বিদায়ের অতীত স্মৃতি চোখ রাঙাচ্ছিল ফ্রান্সকে। কিন্তু এমবাপে-দেম্বেলে-জিরোডরা কি সেই চোখ রাঙানিকে ভয় পায়? ১৬ বছর পর প্রথমবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে আসে তারা।


এরপর শেষ ষোলোর প্রথম ম্যাচে রোববার (০৪ ডিসেম্বর, ২০২২) আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে অনায়াস জয় তুলে নেয় তারা। পোলিশদের হারায় ৩-১ গোলে। এমন জয়ে জোড়া গোল করেছেন কালিয়ান এমবাপে। অপর গোলটি করেন অলিভার জিরুদ। আর অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান রবার্ত লেভানডোফস্কি।
আর এদিন জিরুদ ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন জিরুদ। থিয়েরি ওরির ৫১ গোলকে টপকে জিরুদ এখন ৫২ গোলের মালিক।
OLIVIER GIROUD BECOMES FRANCE’S ALL-TIME TOP SCORER (52) 🎨 pic.twitter.com/PCX6fEa8TF
— B/R Football (@brfootball) December 4, 2022
অন্যদিকে বিশ্বকাপে সব কম বয়সে ৯ গোলের রেকর্ড গড়েন কিলিয়ান এমবাপ্পে। টপকে যান ব্রাজিলিয়ান গ্রেট পেলেকে। টুর্নামেন্টে এমবাপ্পের এটি পঞ্চম গোল।
📌Jugador más joven de la historia (23 años) en llegar a 9 goles en Mundiales
📌Máximo artillero de #Qatar2022
📌2° máximo goleador (9) de #FRA en Mundiales (a 4 de Just Fontaine)
📌6 goles en sus últimos 5PJ de Mundiales
📌Campeón del MundoKylian Mbappé. Disparate total. pic.twitter.com/nM01CZIuJD
— VarskySports (@VarskySports) December 4, 2022
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেনেগালের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।