গতকাল মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত। রোমাঞ্চকর সেই ম্যাচে হারের পর এবার বড় জরিমানার মুখে পরতে হলো রোহিত-কোহলিদের। ম্যাচ-ফির প্রায় পুরোটাই তুলে দিতে হচ্ছে আইসিসির হাতে৷


রবিবারের ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ভারতীয়দের।
নির্ধারিত সময়ের মধ্যে ভারত ৪ ওভার কম করায় শাস্তি পেতে হয়েছে ভারতকে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে শাস্তি আরোপ করেন।
আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ এ আছে স্লো ওভার রেটের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ না করতে পারলে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হবে।
ভারত ৪ ওভার কম করায় ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা ধার্য হয়। ভারতীয় অধিনায়ক অভিযোগ ও শাস্তি দুই ই মেনে নেন। তাই আলাদা করে শুনানির দরকার পড়েনি।
অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল ভারতীয় দলের বিপক্ষে অভিযোগ আনেন। যা আমলে নিয়ে শাস্তি দেন রঞ্জন মাদুগালে।