কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে এশিয়ার দেশ জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।


এদিন ম্যাচের ৪৩ মিনিটে মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। বিরতির পর ৫৩ মিনিটে সমতা ফেরার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিক। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম কোনো ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে ৩-১ ব্যবধানে জাপানকে হারায় ক্রোয়েশিয়া।
জাপান তাদের নেওয়া চারটি শটের তিনটিই রুখে দেয় ক্রোয়েশিয়ার গোলকিপার। অন্যদিকে ক্রোয়েশিয়া চার শটের একটি মিস করে তারা।
Croatia go through to the Quarter-finals on penalties! 🇭🇷@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022