শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেলে ব্রাজিল। প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি। তাতে সমস্যা হয়নি। কোরিয়া উল্টো পরাজয়ের ব্যবধান কমিয়েছে। এক গোল শোধ দিয়েছে। সহজতম জয়ে ব্রাজিল প্রি কোয়ার্টার পেরিয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
পেলেকে জয় উৎসর্গ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে।
এদিন প্রথমার্ধেই চারবার বল জড়িয়েছে তারা এশিয়ার অন্যতম প্রতিনিধিদের জালে। গোল করেছেন ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসন এবং পাকুয়েতা।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে এই ম্যাচে দলে ফিরেছেন নেইমার। তার ফেরাতে যেন দল পুরোপুরি উজ্জীবিত এবং ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণেই গোল বের করে নিয়েছে সেলেসাওরা। এরপর ১২, ২৯ এবং ৩৬তম মিনিটে আরও তিনবার দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়েছে ব্রাজিল। আর দ্বিতীয় দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল না পেলেও খেলার ৭৬ মিনিটে একটি গোল শোধ দে কোরিয়া। কোরিয়ার পক্ষে গোলটি করেন পাইক সিনওগোহ।