নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল পায়নি কোনো দল। যদিও উভয় দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কাছাকাছি গিয়েও মিস করেছে। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় অতিরিক্ত ত্রিশ মিনিটও। শেষ পর্যন্ত এই ম্যাচের মীমাংসা হচ্ছে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষার মাধ্যমে। আর সেখানেই ২০১০ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো।


টাইব্রেকারে স্পেন তাদের শুট আউটের একটিও গোল দিতে পারেনি। অন্যদিকে মরক্কো তিনটি গোল দেয়। আর এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল আফ্রিকার দেশ মরক্কো।
অন্যদিকে স্পেন একমাত্র দেশ যারা টাইব্রেকারে একটিও গোল না দেওয়ার লজ্জার রেকর্ড গড়লো।