নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করলেন গঞ্জালো রামোস। ২১ বছর বয়সী এই ফুটবলার ৬৭ মিনিটে নিজের তৃতীয় গোলের দেখা পান। যা কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। সুইজারল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন পর্তুগিজ তরুন।
⚽️ 17'
⚽️ 51'
⚽️ 67'First World Cup start? No problem for Gonçalo Ramos. Hat-trick hero. 🇵🇹💨 pic.twitter.com/qqLn2y9Zj7
— EuroFoot (@eurofootcom) December 6, 2022
কাতার রাউন্ড অব সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু একাদশে জায়গা হয়নি সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। আর রোনালদোর বদলি হিসেবে নামা গঞ্জালো রামোস অভিষেকেই করলেন হ্যাটট্রিক।
এদিন ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোল পেয়ে যান রামোস। আর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিট করেন দ্বিতীয় গোল। আর ৬৮ মিনিটে গোল রক্ষক দিয়াগো কস্তার লং পাসে মধ্যমাঠে বল পান বার্নাডো সিলভা। তার বাড়ানো বল ডি বক্সের কাছে পান ফ্লেক্স। ততক্ষণে রামোস বক্সের ভেতরে। ফ্লেক্স তাকে দেখেই বল বাড়িয়ে দেন। বল রিসিভ করে হাওয়ায় ভাসিয়ে রামোসের গোল করতে কোনো সমস্যাই হয়নি।
GONCALO RAMOS WITH THE FIRST 2022 WORLD CUP HAT-TRICK 🇵🇹 pic.twitter.com/HA6FH1a1Qk
— GOAL (@goal) December 6, 2022
Goncalo Ramos is the youngest man to score a hat trick in a FIFA World Cup knock-out match after Pele 👶👏 pic.twitter.com/WxDQgDYtvM
— ESPN FC (@ESPNFC) December 6, 2022