১৯তম ওভারে ৬৯ রানেই নেই ৬ উইকেট। বাংলাদেশের জন্য লড়াকু সংগ্রহ দাঁড় করানোই হয়ে গেছে বড় চ্যালেঞ্জ। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ। এরই মধ্যে করেছেন শতরানের জুটি। ইতিমধ্যেই ফিফটি করেছেন আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। ফিফটির পথে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।


এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।
তবে ব্যাটিংয়ে নেমে একদমই সুবিধা করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ৬৯ রানেই হারিয়ে বসে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে। হাসান মাহমুদের পরিবর্তে দলে ডাক পেয়েছে নাসুম আহমেদ। আর ভারত দলে শাহবাজের পরিবর্তে অক্ষর প্যাটেল এবং কুলদীপ সেনের পরিবর্তে উমরান মালিক দলে জায়গা পেয়েছেন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।