ঢাকার দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও ভারত দুই দল একই বিমানে চড়ে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম গেছে। আজ (বৃহস্পতিবার) দলীয় অনুশীলন নেই। তাই দুই দলের ক্রিকেটাররা আছেন ছুটির আমেজে।


এদিকে ভারতীয় বহরের সঙ্গে চট্টগ্রাম যাননি দলের শীর্ষ তারকা বিরাট কোহলি। একটি দাযিত্বশীল সূত্র নিশ্চিত করেছে, কোহলি আজ সন্ধ্যা নাগাদই চট্টগ্রামে টিম হোটেল ‘রেডিসন ব্লু‘তে’ চেকইন করবেন। শুক্রবার টিম প্র্যাকটিসে যোগ দেবেন তিনি।
তাহলে কোহলি কেন দলের সঙ্গে গেলেন না? কেন পরে যাচ্ছেন? খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের শিডিউল আছে কোহলির। সে শ্যুটিংয়ে অংশ নেওয়ার জন্যই দুপুর ১২টার ফ্লাইটে চট্টগ্রাম যাওয়া সম্ভব হয়নি।
#ViratKohli𓃵 Out… Cause he didn’t practice at all 🤣… doing some shooting at dhaka yesterday Between #INDvsBAN odi series 2022. #cricket #fashion #BANvsIND #IndiavsBangladesh pic.twitter.com/xlwC7DfM5j
— Just Vintage Things (@mhsajib007) December 7, 2022
আজ বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে বন্দরনগরী উড়ে যাবেন ভারত তথা ক্রিকেটের এক নম্বর ব্যাটার ও শীর্ষ তারকা।