কানাডার বিখ্যাত র্যাপার ড্রেক নিজের গান দিয়ে যতটা জনপ্রিয় ঠিক তেমনি ফুটবল ম্যাচে বড় অঙ্কের বাজি ধরে ততটাই পরিচিত। প্রায় বড় অঙ্কের বাজি ধরে খবরের শিরোনাম হন তিনি। ব্যতিক্রম ছিল না কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়েও। লিওনেল মেসির আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেন ড্রেক।


বিশ্বকাপে আর্জেন্টিনা জিতবে, সে লক্ষ্যে মেসিদের পক্ষে তিনি বাজি ধরেন এক মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ কোটি ৬৩ লাখ টাকা। ড্রেকের আশা অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। তবুও তাকে হারাতে হলো বাজির পুরো টাকাটা।
Drake lost $1M to betting After the match between Argentina & France turned out to be a draw at full time 😳
Drake would have won $2.75 million after betting on Argentina to win the World Cup 💰 #WatsUpTV #Drake #WorldCup #Messi #argentina pic.twitter.com/7YFPrDCNgf
— WatsUp TV (@WatsUpTV) December 18, 2022
মূলত বাজির শর্তের কারণেই হেরেছেন বিখ্যাত এই র্যাপার। ড্রেকের বাজিটা ছিল, বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে আর্জেন্টিনা হারাবে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। কিন্তু নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে খেলা ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ফরাসিদের ৪-২ গোলে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।
মেসিরা তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসলেও কপাল পোড়ে ড্রেকের। তবে এত টাকা হারিয়েও মন খারাপ হয়নি তার। আর্জেন্টিনা জিতেছে, এতেই নাকি তিনি খুশি।
Drake betting on Argentina to win the World Cup while wearing a Napoli top 🇦🇷 pic.twitter.com/EfP8OmmMRr
— Italian Football TV (@IFTVofficial) December 17, 2022
ড্রেককে নিয়ে একটি প্রচলিত কথা আছে, তিনি যে দলকে সমর্থন করেন সেই দলই হেরে যায়। তাই আর্জেন্টাইন সমর্থকরা এ নিয়ে ব্যাপক টেনশনে থাকলেও শেষ পর্যন্ত ড্রেকেরই জয় হয়। কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছেন তিনি।
তথ্যসূত্র : ফক্স নিউজ ও মার্কা