বড় সময়ের ব্যবধানে বিশ্বকাপ জয়ের উল্লাস থামছেই না আর্জেন্টিনায়। প্রতিদিন আসছে নতুন নতুন খবর, যুক্ত হচ্ছে নতুন মাত্রা। তবে যা যা খবর আসছে, তার মধ্যে কিছু গুজবও আছে। হালে এমনই একটি খবর নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেসির ছবি দিয়ে নাকি দেশটির ১০০০ টাকার নোট ছাপানো হতে পারে। এই কথাটি শুনে দেশের বহু ফুটবলপ্রেমী আবেগে ভাসছেন। শুধু তাই নয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেসি-ভক্তরাও অত্যন্ত উত্তেজিত। কিন্তু খবরটি কি ঠিক?
সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রেই ছড়িয়ে পড়ে এই খবর। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন, ১০০০-এর গোড়ায় ১০ সংখ্যাটি আছে বলেই সেটিতে মেসির ছবি বসানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।
এরপর জানা যায়, ব্যাংকটির কর্মকর্তারা সম্প্রতি নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন। সেখানেই কেউ একজন মজার ছলে প্রস্তাবটি দেন। কিন্তু যাদের সামনে বলা হয়, তাদের বেশির ভাগই ফুটবল ভক্ত এবং তারা প্রস্তাবটি মোটেই রসিকতার আকারে নেননি। বরং আর্জেন্টিনার ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে।
ব্যাংকের কর্মকর্তারা এমন ভেবেছেন, কিছু নোটে মেসির ছবি ছাপা হলে সেটি সাধারণ মানুষের কাছে সংগ্রহে রাখার মতো একটি জিনিস হবে। তাই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই ভাবছেন তারা। তাই আর্জেন্টনার ১০০০-এর নোটে মেসির মুখ দেখা গেলেও যেতে পারে।
তবে এটিই প্রথম নয়। এর আগেও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরে সে দেশের কয়েনে বিশ্বকাপ জয়ী দলের ছবি ছাপা হয়েছিল। ফলে বিষয়টি যে একেবারে নতুন কিছু হবে, তেমনও নয়। আপাতত তাই ১০০০-এর নোটে মেসিকে দেখতে অপেক্ষায় তার কোটি কোটি ভক্ত।