ভারতের বাংলাদেশ সফরের শেষ টেস্টের তৃতীয় দিন শেষে চাপে ভারত। বাংলাদেশের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা। দিনের শেষ দিকে আউট হয়েছেন ভারতের অন্যতম ভরসা বিরাট কোহলি। ফিরেছেন মাত্র ১ রানে। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় তৈরি হয় উত্তেজনা।


দিনের খেলা শেষ হতে তখন তিন ওভারের মতো বাকি। তখনই দারুণ এক ডেলিভারিতে কোহলিকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারর বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে নেন ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল হক। ২২ বলে ১ রান করে ফিরেন কোহলি।
বিরাট কোহলি ফেরার পথে হয়ত স্লেজিং করেছিলেন কোন টাইগার ক্রিকেটার। এতেই তিনি বেজায় চটে যান। আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে কোহলিকে শান্ত করেন। পরে তাইজুলকে কিছু বলতে দেখা যায় সাকিবকে। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন কোহলি।
ঘটনাটি দেখুন ভিডিওতে:
@imVkohli ViratKohli aggression on Bangladesh players😈🥵. #ViratKohli #INDvsBAN pic.twitter.com/VKwFSGHPNl
— Conor McGregor 🇮🇪 (@VemulapatiVish1) December 24, 2022
Virat Kohli looks unhappy after getting out.#INDvBAN #BANvsINDpic.twitter.com/9r44ZAuOGa
— Cricket Master (@Master__Cricket) December 24, 2022
Why was Virat Kohli refusing to walk after getting dismissed? #BANvIND pic.twitter.com/trNQs4QTZj
— Farid Khan (@_FaridKhan) December 24, 2022
.