ভারতের বিপক্ষে ইতিহাস গড়া হলোনা বাংলাদেশের। মিরপুর টেস্টের চতুর্থ দিনের শুরুতে জয়ের আভাস জাগালেও শেষ পর্যন্ত জয় পেলো ভারতই। সাকিব-মিরাজের দারুণ বোলিংয়ে সকালটা ভালো শুরু করলেও বেলা গড়াতে গড়াতে যেন জয় থেকেও দুরে সরে যেতে থাকে বাংলাদেশ। মমিনুল-সোহানদের সুযোগ মিসে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয় পাওয়া হয়নি টাইগারদের।


৬ উইকেট হাতে নিয়ে ১০০ রানের লক্ষ্যে রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শুরুতেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান প্রথম আঘাত হানেন ভারতীয় শিবিরে। দিনের দ্বিতীয় ওভারে জয়দেব উনাদকাটকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন টাইগার অধিনায়ক।
ব্যক্তিগত ১৩ রানে উনাদকাটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরান অলরাউন্ডার সাকিব। এরপর ব্যাটিংয়ে নেমে ভয়ংকর হবার আগেই প্যান্টকে এলবিডব্লুরর ফাঁদে ফেলে ফেরত পাঠান মিরাজ। ১৩ বলে ৯ রান করে ফেরেন প্যান্ট। কিছুক্ষণ বাদেই আগের দিনের অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটেলকে (৩৪ রানে) বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ। পূর্ণ করেন ৫ উইকেটও।
এরপর সুযোগ সৃষ্টি করেছিলেন মিরাজ। অশ্বিন ফিরতে পারতেন খুব দ্রুতই। কিন্তু শর্ট লেগে ক্যাচ মিস করেন মমিনুল। এরপর বড় জুটি গড়েন অশ্বিন-শ্রেয়স। দুজনেই অপরাজিত থেকে দলকে ৩ উইকেটের জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। অশ্বিন ৪২ ও আয়ার ২৯ রানে অপরাজিত থাকেন।
ঢাকা টেস্ট জিততে ভারতের এখনও প্রয়োজন ৭০ রান। বাংলাদেশকে জিততে হলে নিতে আর ৩ উইকেট।
এর আগে টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ভারত সংগ্রহ করেছিল ৩১৪ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ২৩১ রান। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রানের।