বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার, পুরুষ ওয়ানডে ক্রিকেটার, পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার ও বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
রাজার জন্য বছরটি ছিল স্মরণীয়ই। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের নতুন উত্থানের অন্যতম নায়ক তিনি। তিন সংস্করণে ৩৯ ম্যাচে এই অলরাউন্ডারের সংগ্রহ ১৩৮০ রান আর অফস্পিনে উইকেট নিয়েছেন ৩৩টি।
টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। রান তাড়ায় বাংলাদেশের বিপক্ষে দুটি সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন, আরেকটি ইনিংসে ভারতকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। টি-টোয়েন্টিতে এ বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।
উল্লেখ্য বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন রাজা ছাড়াও বাবর আজম, অ্যাডাম জাম্পা ও শাই হোপ। টি-টোয়েন্টিতে রাজা ছাড়াও আছেন মোহাম্মদ রিজওয়ান, স্যাম কুরান ও সূর্যকুমার যাদব। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাজার সাথে আছেন, বাবর আজম, বেন স্টোকস ও টিম সাউদি।
Which of these Sir Garfield Sobers Trophy for Men’s Cricketer of the Year nominees impressed you the most?
A recap of their 2022 👉 https://t.co/s0D6ucJHTZ#ICCAwards pic.twitter.com/pv28RKkJbu
— ICC (@ICC) December 30, 2022
Mohammad Rizwan is one of the nominees for ICC Men's T20I Cricketer of the Year #Cricket pic.twitter.com/hFJZRMHC6B
— Saj Sadiq (@SajSadiqCricket) December 29, 2022
Babar Azam has been shortlisted for the ICC Men's ODI Cricketer of the Year after finishing the year with 679 runs at an average of 84.87 #Cricket pic.twitter.com/AGFCOAMTrt
— Saj Sadiq (@SajSadiqCricket) December 29, 2022