কোপা দেল রের ম্যাচে তিনবার এগিয়ে গিয়েও নির্ধারিত ৯০ মিনিটে জয় নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আনসু ফাতির গোল ম্যাচে গড়ে দেয় ব্যবধান। হাঁফ ছেড়ে বাঁচে বার্সেলোনা।
কোপা দেল রের ম্যাচে সেরা একাদশের বেশির ভাগ ফুটবলারকে বিশ্রামে রেখে দল সাজান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচের শুরুটা তাদের জন্য ছিল স্বস্তির। রোনল্ড আরাউহো দলকে এগিয়ে নেন চতুর্থ মিনিটেই। ঢিমেতালে চলা প্রথমার্ধে আর গোল হয়নি।
৫৯ মিনিটে সলদাভিয়া সমতায় ফেরান ইন্টারসিটিকে। ৬৬ মিনিটে উসমান ডেম্বেলের গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। সলদাভিয়া সেই গোল শোধ করে দেন ৭৪তম মিনিটে।
তিন মিনিট পর বার্সেলোনা আরেক দফা এগিোয় যায় রাফিনিয়ার গোলে। কিন্তু ৮৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে অভাবনীয় কিছুর স্বপ্ন দেখান সলদাভিয়া।
গত মৌসুমে তৃতীয় বিভাগে উঠে আসা দলটি আর পেরে ওঠেনি অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে ফাতির গোলে এগিয়ে যাওয়ার পর আর বার্সেলোনা আর গোল হজম করেনি।