তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে সিরিজে ১-১ সমতা আনলো লঙ্কানরা।


পুনেতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক শানাকার ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান করতে সক্ষম হয় স্বাগতিক ভারত।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। আকসার খেলছিলেন ২৯ বলে ৬৩ রানে, মাভি ১২ বলে ২৫ রানে।
ইনিংসে প্রথমবার বল হাতে নিয়ে এই ওভারে স্রেফ ৪ রান দিয়ে দুই ব্যাটসম্যানকেই ফেরান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ৩১ বলে ৬৫ রান করে ফেরেন আক্সার।
দুইশর বেশি রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যে চার ব্যাটসম্যানদের বিদায়। ১০ ওভারে রান ৫ উইকেটে ৬৪। বাকি ১০ ওভারে দরকার ১৪৩। সূর্যকুমার যাদব, আকসার প্যাটেল ও শিভাম মাভির ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগায় ভারত। তবে সূর্যকুমারের ৩৬ বলে ৫১ রানের ইনিংসে বিদায়ের পর শেষ পর্যন্ত পারল না তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।
এর আগে ব্যাট হাতে শেষের ঝড়ে দলকে বড় পুঁজিও এনে দেন শানাকা। ছয় নম্বরে নেমে ৬ ছক্কা ও ২ চারে ২২ বলে খেলেন অপরাজিত ৫৬ রানের ইনিংস।
ঝড়ো ফিফটি করেন কুসল মেন্ডিসও। ৩১ বলে ৪ ছক্কা ও ৩ চারে এই ওপেনার করেন ৫২ রান।