গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যার কারণে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দলের সঙ্গে ছিলেন না তিনি। এদিকে চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে খেলার সময় আঙুলে চোট পান শাদাব খান। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়লেন এই দুই তারকা।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই চোটের কারণে এই দুই তারকাকে বাড ডেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
তাদের বদলে পাকিস্তান দলে বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। সম্প্রতি পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা ব্যাটার কামরান গুলাম, তৈয়ব তাহির ও লেগ স্পিনার উসামা মির জায়গা পেয়েছেন দলে। আর দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হারিস সোহেল ও ব্যাটার শান মাসুদ।
পাকিস্তানের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি জানিয়েছেন, ‘ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ক্রিকেটের বিশ্বআসর। সেই আসরের জন্য পাকিস্তানের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই হোম সিরিজ। কিন্রু সেই সিরিজেই নেই পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এই দুই তারকা।’
আগামী ৯ জানুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৩ জানুয়ারি একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, তৈয়ব তাহির, উসামা মির।