২০২২ কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেছে কয়েক সপ্তাহ। বিশ্বকাপের পর নিজে দেশে ছুটি কাটানোর পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন আছেন তার ক্লাব পিএসজিতে। তবে তার মন এখনও পড়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটায়। জাদুকরী সেই সময়টা এখনও যেন বিশ্বাসই হচ্ছে না রেকর্ড সাতবারের বর্ষসেরার পুরস্কারজয়ী এই মহাতারকার।
ক্লাব ফুটবলে এমন কোন শিরোপা নেই যেটা জেতেননি লিওনেল মেসি। নিজের পেশাদারি ক্যারিয়ারে অংশ নিয়েছেন এমন সব প্রতিযোগিতার শিরোপাই জিতেছেন এই ক্ষুদে জাদুকর।
লিওনেল মেসির অর্জনে ভরপুর ক্যারিয়ারে বড় এক হাহাকার ছিল বিশ্বকাপ জিততে না পারা। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতার আক্ষেপ অবশ্য তিনি আগেই মিটিয়েছেন ২০২১ সালে, কোপা আমেরিকা জিতে।
এবার নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে তাই জাদুর ঝাঁপি খুলে দেন মেসি। গোল করে, করিয়ে, টুর্নামেন্টজুড়ে আলো ঝলমলে ফুটবল উপহার দিয়ে জিতে নেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তার দল জেতে বিশ্বকাপ শিরোপা।
দিন কয়েক আগেই নিজ ক্লাব পিএসজিতেও ফিরেছেন মেসি। ক্লাবের হয়ে খেলার প্রস্তুতির মাঝে শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি স্মরণ করলেন বিশ্বকাপের স্মৃতি।
বিশ্ব সেরার ট্রফির সঙ্গে আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পলদের নিয়ে কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, “আপনারা আমাকে কীভাবে বোঝাবেন যে জাদুর অস্তিত্ব নেই?”
লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ এঞ্জার্স। আগামী বুধবারের এই লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী মেসি।