নতুন বছরের প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ লা লিগার ম্যাচে এসে খেই হারালো দলটি। লিগ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবার রাতের ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অগণিত গোলের সুযোগ মিস করেছেন ভিনিসিয়াস জুনিয়ররা। রক্ষণ আলগা করে খেলেছেন এডের মিলিতাও-অ্যান্তোনিও রুডিগাররা।
প্রথমার্ধে গোল শূন্য সমতার পর ম্যাচের ৪৭ মিনিটে জেরেমি পিনোর গোলে প্রথম লিড নেয় ঘরের মাঠ স্টাডিও ডি কেরামিকায় খেলা ভিয়ারিয়াল। ওই গোল ৬০তম মিনিটে শোধ করেন ফরাসী তারকা করিম বেনজেমা। পেনাল্টি থেকে গোল করেন ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ মিস করা ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার।
কিন্তু তিন মিনিটই পরেই লিড দখল করে ৪৮ শতাংশ বল পায়ে নিয়ে খেলা ভিয়ারিয়াল। ম্যাচের ৬৩তম মিনিটে গোল করেন দলটির স্ট্রাইকার জেরার্ড মরিনো। রিয়ালের চেয়ে একটি বেশি আক্রমণ তুলে এবং কার্লো আনচেলত্তির দলের তিনটি গোলে শট নেওয়ার বিপরীতে ভিয়ারিয়াল পাঁচ শট নিয়ে দ্বিতীয় গোলের দেখা পায়।
এই হার স্পেনের রাজধানীর ক্লাবটির জন্য একটা ধাক্কা। কারণ লিগ প্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এক ম্যাচ (১৬ ম্যাচ) বেশি খেলে সমান ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল রিয়াল। কাতালান ক্লাবটি অবশ্য রবিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। পয়েন্ট বাড়িয়ে দেওয়ার কাজটা তাই জাভির দলের জন্য সহজ হবে না।