সপ্তাহ খানেক আগেই বিশাল বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রি ট্রান্সফারে এই তারকাকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাবটি। যদিও নতুন দলের জার্সিতে এখনো এখনো মাঠে নামা হয়নি এই পর্তুগীজ তারকার।
বিদেশি ফুটবলারের কোটা পূরণ হয়ে যাওয়ায় এতদিন ক্রিস্টিয়ানো রোনালদোর রেজিস্ট্রেশন আটকে ছিল। অবশেষে সমাধান হলো সেই সমস্যার, নিবন্ধিত হলেন সিআরসেভেন।
তবে এখানেও আছে বিপত্তি। ক্রিস্টিয়ানো রোনালদোর নিবন্ধন করতে গিয়ে দলটিকে হারাতে হচ্ছে ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবুবকরকে!
সৌদি গণমাধ্যমের খবর, আবুবকরকে চুক্তি থেকে বাদ দিয়ে রোনালদোকে নিবন্ধনের পথ তৈরি করেছে আল নাসর কর্তৃপক্ষ। ফ্রি এজেন্ট হয়ে যাওয়া আবুবকরকে দেখা যেতে পারে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।
তাঁর সঙ্গে আলোচনা করছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। কাতার বিশ্বকাপে এই আবুবকরের গোলেই ক্যামেরুনের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।