ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি এফএফএফ লে গ্রেটের জিদান কোচ হিসেবে বিবেচনায় রাখেননি বরং তুচ্ছ-তাচ্ছিল্যই করেছেন এই কিংবদন্তিকে। আর এই কারণে বোর্ড কর্তার উপর ক্ষেপেছেন দেশটির বর্তমান সময়ের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।


জিদানের কোচ হওয়া প্রসঙ্গে আরএমসি স্পোর্টসকে এফএফএফ লে গ্রেট বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল? অবশ্যই না, আমি এমনকি তার ফোনও ধরতাম না। আমি কখনই তার সঙ্গে দেখা করিনি, আমরা কখনই দেশমের সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবিনি।’ –
গ্রেটের এই মন্তব্যেই স্পষ্ট, জিদান চাইলেও তাকে কখনো বিবেচনায় রাখেনি এফএফএফ। জিদানকে এমন অসম্মানের জবাব দিয়েছেন এমবাপ্পে। নিজের টুইটারে এমবাপ্পে এক প্রকার হুশিয়ারে দিয়ে বলেছেন, ‘জিদানই ফ্রান্স। আমরা এভাবে একজন কিংবদন্তিকে অসম্মান করতে পারি না।’ তবে এটা নিয়ে জিদান এখন পর্যন্ত মুখ খুলেননি।
২০২০-২১ মৌসুমে সবশেষ রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন জিদান। চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব না করে দিয়েছেন।
Zidane c’est la France, on manque pas de respect à la légende comme ça… 🤦🏽♂️
— Kylian Mbappé (@KMbappe) January 8, 2023